নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে, কেউ কেউ করছেন সমালোচনাও। তবে এবার সে প্রশ্নেরই ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জানিয়েছেন কারণ।

শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই শিরোনামে আয়োজিত সেমিনারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

এসময় শফিকুল আলম একটি প্রবন্ধ উপস্থাপন করেন যা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের গত ১২ বছরের সকল অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রমকে তুলে ধরে। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ওপর করা একটি গবেষণা।

শফিকুল আলম বলেন, এই গবেষণাই প্রমাণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কতটা উগ্র ছিল আর কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ছাত্রলীগকে আর ফিরতে দেওয়া যাবে না। ক্যাম্পাস সন্ত্রাসী মুক্ত রাখতে হবে। এ জন্য দরকার সুস্থ ধারার কার্যক্রম পরিচালনা করা।

নতুন করে রাষ্ট্র মেরামত করতে হলে শিক্ষাঙ্গনের সন্ত্রাস দূর করত হবে বলেও জানান তিনি।

এর আগে, গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

জেপি/নি-৯/এমএইচ