প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির দুই নেতার চকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি (৬১) ও জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদর উপজেলার পানামী গ্রামের খেলাফত হোসেনের ছেলে উজির আলী (৪৮)।
শুক্রবার (৮ নভেম্বর) ভোরে ঢাকার পৃথক দুই হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঝিনাইদহ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পি খবর নিশ্চিত করে শুক্রবার দুপুরে জানান, গত ১ নভেম্বর ভোরে হাঁটতে গিয়ে সদর উপজেলার নগরবাথান এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত হন বিএনপি নেতা হাবিবুর রহমান হবি। তাকে উদ্ধার করে ঢাকার মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন। নিহত হাবিবুর রহমান হবি নগরবাথান এলাকার মহিউদ্দীনের ছেলে।
এদিকে ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উজির আলী গত ২০ অক্টোবর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোর তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
একই দিনে বিএনপির দুই নেতার মৃত্যুতে জেলা বিএনপি শোকের ছায়া নেমে আসে। বিএনপি নেতা হবি ও উজির আলীর মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে শুক্রবার বাদ জুম্মা নিহতদের নিজ নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জেপি/নি-৮/প