ইনফিনিক্স তাদের আসন্ন হট সিরিজের স্মার্টফোনে যুক্ত করছে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন। এই আর্কিটেকচারের মাধ্যমে ইনফিনিক্স তাদের এখন পর্যন্ত সবচেয়ে স্লিম ফোনটি বাজারে নিয়ে আসতে যাচ্ছে। ব্র্যান্ডটির এই ফোনে ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স পাওয়া যাবে।

থ্রিডি কার্ভড টাইটানউইং আর্কিটেকচার দুইটি অসাধারণ উদ্ভাবনকে এক করেছে—ফেদারলাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশন। ফলে ফোনটি স্লিম হওয়ার পাশাপাশি  শক্তিশালী এবং টেকসই। দাবি করা হচ্ছে এর মাধ্যমে পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি কার্ভড স্ক্রিন, যার পুরুত্ব মাত্র ৬.৮ মিলিমিটার।

স্মার্টফোনটিতে আরও রয়েছে IP54 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এবং কর্নিং গরিলা গ্লাস, যা স্মার্টফোনটিকে দৈনন্দিন ব্যবহারে টেকসই করে তুুলবে ।

সামগ্রিকভাবে এই প্রোটেকশন স্যুট স্মার্টফোনের স্থায়িত্বের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। এটি ব্যবহারকারীদেরকে স্বাভাবিক ও কঠিন দুই পরিস্থিতিতেই টিকে থাকার মত একটি স্টাইলিশ ডিভাইসের আত্মবিশ্বাস দেয়।

জেপি/নি-৭/প