মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটে ইতোমধ্যেই ২৭৯ টি পেয়ে গেছেন। মোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি। জেতার জন্য প্রয়োজন ২৭০টি। সুতরাং সেই গণ্ডি পার করে ফেলেছেন ট্রাম্প। ফলে দ্বিতীয় বারের মতো হোয়াই হাউসে দখল পাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
ইতোমধ্যেই বিশ্ব নেতারা ট্রাম্পকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামারও ট্রামকে অভিনন্দন জানিয়েছেন।
অবশ্য ফ্লোরিডার মঞ্চে নিজেকে আগেই জয়ী ঘোষণা করেছেন এই রিপাবলিকান প্রার্থী। রাজ্যটির ওয়েস্ট পাম বিচে তিনি এক ভাষণ মঞ্চে হাজির হয়ে ট্রাম্প বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’।
ট্রাম্প বলেন, আমেরিকান নাগরিকদের জন্য এটি বিশাল জয়। এ জয় আমাদের আমেরিকাকে আবারও মহান করতে দেবে।
ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশকে সুস্থ ও শক্তিশালী করে তুলতে সাহায্য করতে যাচ্ছি। সেই সাথে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি সীমান্ত সমস্যার সমাধান করবেন। তিনি ও তার দল একটি বিশেষ উদ্দেশ্যে ইতিহাস সৃষ্টি করেছেন।
প্রসঙ্গত, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দুই হেভিওয়েট প্রার্থী ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস । শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলা পেয়েছেন ২২৪টি।
জেপি/নি-৬/প