অনেকেই ঋতু পরিবর্তন হওয়ার কারণে জ্বর-সর্দি কাশিতে ভুগছেন। এর মধ্যে আবার হানা দিয়েছে ডেঙ্গু। সব মিলিয়ে এখন সুস্থ থাকাটাই যেন বড় চ্যালেঞ্জ। ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকেই অসুস্থা হয়ে পড়ছেন। বেশির ভাগ মানুষ ডেঙ্গুতে সাধারণ জ্বর ভেবে ভুল করে। আর এই কারণে রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যদিও সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গু রোগের বেশি পার্থক্য নেই।

সাধারণ জ্বরে সর্দি, গলাব্যাথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতা মতো উপসর্গ দেখা দিতে পারে। সঙ্গে ত্বকের বিভিন্ন অংশ লাল হয়ে প্রদাহ হতে পারে। অন্যদিকে ডেঙ্গু রোগীদের জ্বরের তীব্রতা অনেক বেশি থাকে। জ্বর আসার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পুরো শরীরে লাল লাল ফুসকুড়ি হতে থাকে। এর সঙ্গে গাঁটে গাঁটে যন্ত্রণাও শুরু হয়।

আজ চলুন জেনে নেই কোন লক্ষণ গুলো দেখলেই বুঝবেন ডেঙ্গু রোগের লক্ষণ।

১. জ্বরের তীব্রতা বেশি, হাত-পায়ে ব্যথা ও গাঁটে গাঁটে  ব্যথা এবং চোখের পেছনে ব্যথা।  

২. বমি বমি ভাব, অরুচি।

৩. দাঁতের মাড়ি দিয়ে, নাক দিয়ে অথবা মলদ্বার দিয়ে রক্ত পড়া।

৪.গলাব্যথা ও ঢোক গিলতে কষ্ট।

৫. ত্বকে চুলকালি ও ডায়রিয়া।

জেপি/নি-৩/প