অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের রাজনীতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের এখন আর কোনো জায়গা নেই।
বুধবার প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক উত্তেজনা এড়াতে বর্তমান সরকার এখনই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে না।
তিনি বলেন, স্বল্পমেয়াদে হলেও নিশ্চিতভাবেই তাঁর (শেখ হাসিনা) কোনো জায়গা নেই, আওয়ামী লীগের কোনো জায়গা এদেশে নেই।
শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস আরও বলেন, তারা জনগণকে নিয়ন্ত্রণ করেছে, রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করেছে, প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে শুধুমাত্র নিজেদের স্বার্থ বাড়িয়ে নিতে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকা উচিত নয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। তবে আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবে কি না সে বিষয়ে যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ‘ঐক্যমত্য’-এর ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জেপি/নি-৩১/এমএইচ