রয়্যাল এনফিল্ড বাইক কতটা জনপ্রিয় তা মনে হয় আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুরু থেকে আজ পর্যন্ত নিজের জনপ্রিয়তা ধরে রেখে এই বাইকটি। রয়্যাল এনফিল্ডের সম্পর্কে সবাই কম বেশি জানেন। কিন্তু অনেকেই হয়ত জানেন না বৈদ্যুতিক বাইকে তালিকায় বেশ অনেক দিন আগেই নাম লিখিয়েছে রয়্যাল এনফিল্ড।

রেট্রো ডিজাইনের সঙ্গে শক্তিশালী ইঞ্জিন সবসময়ই বাইক প্রেমীদের কাছে আবেকের জায়গা। এবার থেকে বৈদ্যুতিক বাইক প্রেমীরাও রয়্যাল এনফিল্ডের মজা নিতে পারবেন।

বাইটির নাম দেওয়া হচ্ছে ইলেকট্রিক ০১। নানান ফিচার যুক্তকরা হয়েছে বাইকটিতে। অ্যালয়ে হুইলস, গোল আয়না, আর একটাই মাত্র বসার জায়গা। এর পাশাপাশি এই বাইক চালানোর সময় শোনা যাবে গানও।

যদিও এখন পর্যন্ত ইঞ্জিন কেমন সে সম্পর্কে এখনো জানা যায়নি। তবে পুরো চার্জ দিলে ১৫০ কিলোমিটার পথ যাওয়া যাবে এই বাইকে করে। টপ স্পিড ১১০ থেকে ১২০ কি.মি উঠতে পারে বলে জানা গেছে।

জানা গেছে আগামী ৪ নভেম্বর বাইকটি উন্মোচন করা হবে। তখনই জানা যাবে এর দাম এবং বিস্তারিত।  

জেপি/নি-২৮/প