দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১১২ জনের মৃত্যু হয়েছে। অবিরাম বর্ষণের জেরে সৃষ্ট দুর্যোগে প্রাণ হারান তারা। নিহতের পাশাপাশি ৬৮ জন নিখোঁজ রয়েছেন।

রোরবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জানা গেছে, গত তিনদিন ধরে অবিরাম বর্ষণে দেশজুড়ে ভয়াবহ বন্যা ও ভুমিধস হয়েছে এবং শনিবার রাত পর্যন্ত অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৬৮ জন নিখোঁজ রয়েছেন।

গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায় ৯৯ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। আরও ৬৮ জন নিখোঁজ রয়েছেন। সিনিয়র পুলিশ সুপার বসন্ত রাজৌর জানিয়েছেন, কাঠমান্ডু এবং ধাদিং থেকে পুলিশ সন্ধ্যায় এসব মৃত দেহ উদ্ধার করে।

প্রসঙ্গত, শনিবার কাঠমান্ডুতে ১৯৭০ সালের পর থেকে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

জেপি/নি-২৯/প


জেপি নিউজে জনপ্রিয়