দেশের ১২টি সিটি কর্পোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপারেশন করেছে স্থানীয় সরকার বিভাগ।
গতকাল বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
১২ সিটি কর্পোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
একটি প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলর এবং তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১ জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়েছে।
এদিকে জেলা পরিষদের কাজ ও পৌরসভার কাজ চালিয়ে নেওয়ার জন্য কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে।
জেপি/নি-২৭/প