আজ ১৭ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস। দিনটি  উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। দুপুর আড়াইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১ টার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়। সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশনা করছেন।

মঞ্চের পেছনে লাগানো হয়েছে ডিজিটাল স্কিন। সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত থাকবেন দেলের কেন্দ্রীয় পর্যায়ে জ্যেষ্ঠ নেতারা।

সমন্বয় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। এবং সঞ্চালনার দ্বায়িত্বে থাকবেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, উত্তর দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।

এদিকে সকাল থেকেই সমাবেশকে কেন্দ্র করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশের পতাকা ও দলীয় পতাকা।

জেপি/নি-১৭/প