বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
একাধিক লেবু চাপের কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সংকেত।
শুক্রবার ১৩ সেপ্টেম্বর লঘুচাপের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর জেরে গতকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, সাগরের লঘুচাপটি গতকাল রাতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজ নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে আগামীকাল দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আর তাপমাত্রারও বেশ কিছুটা কমে যেতে পারে।
জেপি/নি-১৩/প