মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে একটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  সকাল ৯ টা থেকে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টি বাদ্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সরকারি আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান।

তিনি জানান,  মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারের বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলছে মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

তিনি আরও জানান, এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে গ্রামের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। 

কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন,  টানা বৃষ্টিপাতের কক্সবাজারের শতাধিক জনপদ পানির নিচে নিমজ্জিত রয়েছে।  পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

 জেপি/নি-১৩/প