কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে সদরের ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন:- ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তার দুই মেয়ে মিহা জান্নাত ও লতিফা ইসলাম।
স্থানীয়রা জানান, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। গতকাল বিকেল থেকেই শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে মাটি নরম হয়ে যায়। পরে রাত ২ টার দিকে পাহাড় ধসের একটি বিকট শব্দ শোনা যায়। শব্দ পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পায় মিজানসহ তার পুরো পরিবার মাটিচাপা পড়ে আছে।
তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও দমকল বাহিনীর সহযোগিতায় তার স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়।
ঝিলংঝা ইউনিয়নের মিজানুর রহমাস নামের এক ইউপি সদস্য জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও এক জন আহত হয়েছেন। এছাড়া পাহাড়ের পাদদেশে যার ছিলেন তাদের সরিয়ে নেওয়া হয়েছে।
জেপি/নি-১৩/প