বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তবে এখনো ভ্রমণ সতর্কতা বহাল রয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল, এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ এখন চাইলে যেকোন মার্কিন নাগরিক বাংলাদেশে ভ্রমণ করতে পারেন।
তবে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়া যে কোন ধরণের সমাবেশ বা জনসমাগম স্থল এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, ৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ২১টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানায়। সে অনুযায়ী মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়। তবে ৮ দিনের মাথায় এবার লাল তালিকায় নেই বাংলাদেশের নাম।
জেপি/নি-১২/এমএইচ