বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হানান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় আন্দোলন করছেন শিক্ষর্থীরা। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত দুই পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২০ জুলাই ঢাকার শনি আখড়ার কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমাম হানান তাইম। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।
মহাসড়ক অবরোধের কারণে তীব্র যানজটের ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। জরুরি কাজে বের হয়ে অনেকেই যেতে পারছে না নিজ নিজ গন্তব্যে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আমরা ঘটনা স্থলে আছি। পরিস্থিতি সামলাতে কাজ করছি।
জেপি/নি-১২/প