বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় শিশুদের পোলিও টিকাদানের জন্য ‘মানবিক’ যুদ্ধ বিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েলে। উপত্যকাটির মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল-এ তিনটি পর্যায়ে টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে। প্রতিটি পর্যায়ে স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনে মোট ৯ ঘণ্টা করে টানা তিন দিন এ যুদ্ধবিরতি থাকবে।

পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী রোববার থেকে। গাজা জুড়ে ৬ লাখ ৪০ হাজার শিশুকের টিকার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন ডাব্লিউএইচও জ্যেষ্ঠ কর্মকর্তা রিক পিপারকর্ন।

মুখে খাওয়া এই পোলিও টিকা অন্তত ১২ লাখ ৬০ হাজার ডোজ গাজায় পৌঁছেছে। আরও ৪ লাখ ডোজ শিগগিরই গাজায় পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘের কর্মীদের সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা মিলে টিকাদানের এ কার্যক্রম শুরু করবে। দুই হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে টিকাদানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জেপি/নি-৩০/প