সাংবাদিক, আইনজীবী, শিক্ষাবিদ এবং ব্যবসায়ীসহ ৯২ জন মার্কিন নাগরিকের ওপর প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বুধবার (২৮ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর সিএনএন।

জানা গেছে, তালিকায় থাকা ৯২ জন মার্কিন নাগরিক কখনো রাশিয়া প্রবেশ করতে পারবে না।

যুক্তরাষ্ট্রের অন্তত ২৪ জন সাংবাদিক রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে ১৪ জুন ওয়াল স্ট্রিট জার্নালে, ৫ জন নিউইয়র্ক টাইমসে এবং ৪ জন ওয়াশিংটন পোস্টে কর্মরত আছেন।

এছাড়া এই তালিকায় রয়েছেন মার্কিন বিচার বিভাগ, ট্রেজারি বিভাগ এবং আমেরিকান স্পেস ফোর্সের সরকারি কর্মকর্তারা। রয়েছেন হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পিটসবার্গ এবং ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদও।

এই তালিকায় উল্লেখযোগ্য সাংবাদিকদের মধ্যে রয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রধান সম্পাদক এমা টাকার, সিএনএনের সিনিয়র সম্পাদক নাথান হজ। আমেরিকান সাংবাদিকদের রুশ পররাষ্ট্র বিষয়ে মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যতে নিষেধাজ্ঞার তালিকা বাড়ানো হতে পারে।

রাশিয়া দাবি করেছে, তাদেরকে কৌশলগত ভাবে আঘাত করার মাধ্যমে পরাজিত করার ঘোষিত লক্ষ্য নিয়ে বাইডেন প্রশাসনের রাশিয়া বিদ্বেষী কার্যকলাপের প্রতিক্রিয়া এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেপি/নি-২৯/প