আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ সংস্থা (আইসিসি)-এর পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেটে বোর্ডের সেক্রেটারি জয় শাহ। মঙ্গলবার আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করবেন জয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

২০১৯ সালে ভারতী ক্রিকেটে বোর্ডের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন জয় শাহ এবং ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে নির্বাচিত হন।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালন করছেন। তৃতীয়বারের মতো তিনি আর দ্বায়িত্ব গ্রহণ করবেন না। এর ফলে অন্য কোনা প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন করতে হচ্ছে না জয় শাহকে।

দায়িত্ব পেয়ে জয় শাহ জানিয়েছেন, ক্রিকেটকে বৈশ্বিক করতে অবদান রাখতে চান তিনি। ২০২৮ সালে অলিম্পিকে তিনি যুক্ত করতে চান ক্রিকেটকে।

জেপি/নি-২৮/প