অনেকেই জ্বর হলেই গোসল করেন না। তাদের ধারণা গোসল করলেই জ্বর আরও বেড়ে যেতে পারে। এই ধারণা পিছনে কি কোনো বিজ্ঞানসম্মত যুক্তি আছে?

আজ চলুন জেনে নেই এ বিষয়ে কি বলেছে বিশেষজ্ঞরা:

চিকিৎসকদের মতে দেশের তাপমাত্রা বাড়লে অবশ্যই গোসল করতে হবে। এক্ষেত্রে দীনে বারও গোসল করা যেতে পারে। আপনি চাইলে ঠান্ডা ও গরম পানি মিশিয়ে করতে পারেন।

তবে যাদের চুল বড় তারা একটু চেষ্টা করবেন বেশি মাথা না ভেজাতে। কারণ ভেজা চুলে  শোঁকাতে কিছুটা সময় নিয়ে থাকে। যার ফলে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। তাই চুল ভেজানোর পর তা ভালো ভাবে শুকিয়ে নিন।

জেপি/নি-৮/প