ইউরোতে বেলজিয়াম বনাম ফ্রান্সের মধ্যেকার জয় পাওয়ার দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল ২০১৮ সালের বিশ্বকাপ জয়ীরা। মাঠে খেলাতেও সেটি করে দেখালো তারা। মুহুর্মুহু আক্রমণ করে ম্যাচের শেষে আত্মঘাতী গোলের সুবাদে বেলজিয়ামকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে প্রবেশ করলো এমবাপের ফ্রান্স।

ম্যাচের শুরুই আক্রমণ করে ফ্রান্স। ১০ মিনিটের মাথায় ফ্রান্সের গ্রিজম্যান শট নিলে সেটি তালুবন্দি করেন বেলজিয়াম গোলরক্ষক কোয়ের কাস্তোলস।

১৮ মিনিটে জুলস কুন্ডের ক্রস থেকে থুরামের জোরালো হেড বাম গোলবারের বাইরে দিয়ে চলে যায়। এভাবেই চলে আক্রমণ প্রতি আক্রমণ তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। গোল শূন্যতে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে আক্রমণ বাড়ায় ফ্রান্স। ৪৯ মিনিটে সুয়ামেনির দূরপাল্লার শট রুখে দেন কাস্তেলস। ৫৬ মিনিটের একটি গোল করার সুযোগ পান এমবাপে। কিন্তু সেই সুযোগ হারান তিনি।

বেলজিয়ামের হয়ে ৮৩ মিনিটে গোল করার সুযোগ পান কেভিন ডি ব্রুইনা। তবে তার সেই গোল দূরপাল্লার শট রুখে দেন ফরাসি গোলরক্ষক ।

তবে বেলজিয়ামের জন্য অঘটন ঘটে তার ঠিক ২ মিনিট পড়ে। ৮৫ মিনিটে কুলো মুয়ানির শট ভুলক্রমে গিয়ে পায়ে লাগে বেলিজিয়ামের ডিফেন্ডার ভার্টঙ্গেনের পায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় ফ্রান্স। শেষ মুহূর্তে এসে ১-০ গোলে লিড নেয় ফ্রান্স। অবশেষে বেলজিয়ামকে বিদায় করে জয় নিয়ে কোয়ার্টারে পা রাখে ফ্রান্স।

জেপি/নি-২/প