ফাইনালে ভারতের জয়ে অন্যতম কারণ বিরাট কোহলির সেই গুরুত্বপূর্ণ ৭৬ রানের ইনিংস। ফলে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। আর পুরস্কার নিতে এসেই হাসি মুখে দেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। এবার কোহলির পথেই হাঁটলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা।
তবে রোহিত কোহলির মতো মাঠেই এমন ঘোষণা দেননি। আরও একটু সময় নিয়েছেন তিনি। তবে সেই সময় খুব বেশি না। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঠিকই জানিয়ে দিলেন তার বিদায়ের কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোহলির পথেই হাঁটলেন এই ভারতীয় অধিনায়ক।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোহিত সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন বেশ হাঁসি মুখেই। তবে সংবাদ সম্মেলনের শেষের দিকে তাকে এক সাংবাদিক তার অবসর নিয়ে প্রশ্ন করলে। খানিকটা মুচকি হেসে চুপ থাকেন তিনি। এরপর বলেন, হ্যাঁ এটিই আমর শেষ ছিল।
রোহতি বলেন, ‘এটা আমারও শেষ ম্যাচ টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটকে বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। এই ফরম্যাটেই আমার ভারতীয় দলের ক্যারিয়ার শুরু। আমি এটা খুব করে চাইছিলাম। বলতে গেলে ভীষণ করে। আমার জন্য এটা আবেগীয় মুহূর্ত। জীবনে এই শিরোপাটা যে ভাবেই হোক পেতে চেয়েছিলাম। আমরা সেটা পেরেছি। খুব খুশি লাগছে।’
তবে রোহিত টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও তার করা রানের রেকর্ড লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ১৫৯ ম্যাচে রোহিত করেছেন ৪২৩১ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরির রেকর্ডও এই ভারতীয় ব্যাটসম্যানের।
জেপি/নি-৩০/প