কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনা। তাই গ্রুপ পর্বের ম্যাচে পেরু বিপক্ষে একাদশে নেই মূল একাদশের ৯ ফুটবলার। আর নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না কোচ নিওলেন স্কালোনি। কিন্তু তাতেও জয় পেতে বেগ পেতে হয়নি আলবিসেলেস্তেদের।

লাওতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে ২-০ ব্যবধানে হারালো আর্জেন্টাইনরা। অবশ্য ম্যাচে একটি পেনাল্টিতে গোল করার সুযোগ পেলেও  পারেদেস গোলা করতে ব্যর্থ হন।

ম্যাচের শুরুতেই পেরুর ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। তবে ২১ মিনিটে দারুণ এক সুযোগ পায় পেরু। কিন্তু সেই সুযোগ হারায় তারা। এরপর ২৭ মিনিটে গোল করার সুযোগ পায় মেসির দল। কিন্তু পারেদেসের সেই দূরপাল্লার শট ফিরিয়ে দেন পেরুর গোলরক্ষক। পরে প্রথমার্ধেই বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। এর ফলও পেয়ে যায় দ্রুত। ৪৭তম মিনিটে ডি মারিয়ার ডিফেন্স চেরা পাস থেকে ডি- বক্সের ভেতর গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ শটে গোল করেন লাওতারো মার্টিনেজ।

৫৫ মিনিটে আবারও আর্জেন্টিনা গোল করে কর্নার থেকে। কিন্তু রেফারি ডি- বক্সের ভেতর পেরুর পক্ষে ফাউলের নির্দেশনা দেন।

ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। গঞ্জালো মন্টিয়েল ডি-বক্সের ভেতর ক্রস করতে গেলে বল পেরুর কান্ডিলোর হাতে লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু স্পট কিক থেকে গোল দিতে ব্যর্থ হন পারেদেস।

৮৪ মিনিটে মার্টিনেজের আরও একটি শট রুখে দেন পেরুর গোলকিপার। তবে ঠিক ২ মিনিটে পরে আর কেউ রুখতে পারেনি তাকে। আবারও গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে গোল করেন লাওতারো। টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল।

শেষ পর্যন্ত সেই ২-০ গোলের জয়েই টানা তৃতীয় জয় নিশ্চিত করে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে যায় আর্জেন্টিনা।

জেপি/নি-৩০/প