এতটা নাটকীয়তা পূর্ণ এবং উত্তেজনা পূর্ণ ম্যাচ সাধারণত দেখা যায় না। তাও আবার টি-টোয়েন্টি বিশ্ব কাপের ফাইনালে। দ্বিতীয় ইনিংসের এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটি বোধ হয় হাত ছাড়া রোহিত শর্মাদের। কিন্তু শেষের দিকে ম্যাচ মোর নেয় চরম নাটকীয়তায়।
শেষ ওভারে দরকার ১৬ রান। রুদ্ধশ্বাস অবস্থা সেই সাথে টানটান উত্তেজনা। কে হাসবে শেষ হাঁসি দক্ষিণ আফ্রিকা না ভারত? বল হাতে হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই ওয়াইড ফুলটস, সজোরে হাঁকালেন ডেভিড মিলার।
ছক্কা হতেই যাচ্ছিল, দৌড়ে এসে লংঅফ বাউন্ডারিতে বল তালুবন্দি করলেও রাখতে পারেননি সূর্যকুমার। বুদ্ধি করে সেটি ভাসিয়ে দিলেন বাতাসে। পরের চেষ্টায় ভেতরে ঢুকে নিয়ে নিলেন অসাধারণ ক্যাচ। ওই এক ক্যাচেই যেন সব শেষ দক্ষিণ আফ্রিকার।
পরের ৫ বলে আর ১৬ রান নিতে পারেননি রাবাদা ও মহারাজরা। রুদ্ধশ্বাস এক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম আসরেই শিরোপা টি-টোয়েন্টির বিশ্বকাপ জিতেছিল তারা। এরপর আজ অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে ১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তুললো ভারত।
জেপি/নি-৩০/প