গেল বিশ্বকাপে একরে পর এক মিস করে আর্জেন্টাইন সমর্থকদের বিরক্তির কারণ হয়েছিলেন লাউতারো মার্টিনেজ। তবে কোপা আমেরিকায় নিজের পরিচয় দিলেন এই ইন্টার মিলান তারকা। কোপার গ্রুপ পর্বে ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তে তার একটি মাত্র গোলেই জয় তুলে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তর নৈপুণ্যেই ১-০ গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো মেসিরা।
তবে আর্জেন্টিনাকে এই ম্যাচে জয়ের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে চিলিকে বেশ চাপে রেখেছিল আর্জেন্টিনা। অলস সময় পার করেছেন গোলরক্ষক এমি মার্টিনেজ। গোল শূন্য গোলে শেষ হয় প্রথমার্ধ।
কিন্তু দ্বিতীয়ার্ধে চাপে পড়ে আর্জেন্টিনা ব্যস্ত হয়ে উঠেন মার্টিনেজও। অসাধারণ কিছু অতিমানবীয় সেভ দিয়ে দলতে বাঁচান এই আর্জেন্টাইন ত্রাতা। এরপর চলে আক্রমণ প্রতি-আক্রমণ। আগ্রাসী ভূমিকায় দেখা যায় মেসিকেও। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না কোনো দলই।
ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা দেখে কোচ স্কালোনি ৭৩ মিনিটে মাঠে নামাতে বাধ্য হন লাউতারো মার্টিনেজকে। অববেশে তার পা থেকেই এলো জয়সূচক গোল। ৮৮ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে বল পেয়ে গোল করে এই লাউতারো মার্টিনেজ। আর তাতেই বাধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে ভক্ত সমর্থকরা।
অবশেষে ১-০ গোলে জয় মাঠ ছাড়ে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। এই জয়ে প্রথম দল হিসেবে কোপার শেষ আটে পা রাখলো আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সরার উপরে তিন পয়েন্ট নিয়ে কানাডা আছে দ্বিতীয় নম্বরে। চিলি ও পেরু দুজনেরই এক পয়েন্ট।
জেপি/নি-২৬/প