সেমিতে ওঠার দারুণ এ সুযোগ ছিল বাংলাদেশের । তবে সেটা গহণ করতে পারলো না বাংলাদেশে। ১২ ওভার ১ বলে বাংলাদেশকে করতে হতো ১১৬ রান। শুরু দিকে ভালো করলেও বাংলাদেশি ব্যাটারার মাঝে তেমন বিগ শট খেলতে পারেনি। কিন্তু ১২.১ ওভার কিংবা ১৩ ওভারের মত জয়েও হলো না টাইগারদের। যদি এই ম্যাচে বাংলাদেশ এখন জয়ও পায় তাতেও সেমিতে যেতে পারবে না শান্তর দল। রান রেটে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তারা। যার ফলে খানেই শেষে হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। তবে আফগানরা যে কোনো ভাবেই ম্যাচে জয় পেলে পেয়ে যাবে সেমির টিকিট।
একপ্রান্তে লিটন দাস দাঁড়িয়ে থেকে বেশ ভালোভাবে চেষ্টা করেছিলেন রানকে এগিয়ে নিতে। কিন্তু লাভ হয়নি। অন্যদের ব্যর্থতায় সেমিতে ওঠা হলো না।
সুপার এইটের প্রথম দুই ম্যাচ বাজে খেলেও সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারলো না বাংলাদেশ। তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় কিংবা মাহমুদউল্লাহ রিয়াদ- কেউই আফগান বোলারদের সামনে মাথা উঁচু করে দাঁড়াত পারেনি।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান।
মাঝে দু'বার বৃষ্টি হওয়ায় এক ওভার কমিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের। ১৯ ওভারে করতে হবে ১১৪ রান। এখন আবারও ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। থামলে ফের খেলা গড়াবে মাঠে।
জেপি/নি-২৫/প