বৃষ্টি না হওয়ায় হাওর ও নদীর পানি কমে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে।

সুরমা নদীর পানি ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পরিস্থিতির উন্নতি হলেও এখনো তলিয়ে আছে জেলার অধিকাংশ উপজেলার ঊল্লেখযোগ্য সড়ক। এসব এলাকার অনেক মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে আজ মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সুনামগঞ্জ যাওয়ার কথা রয়েছে।

জেপি/নি-২৫/এমএইচ