আজ ২৪ জুন ফুটবল জাদুকর আর্জেন্টাইন মহাতারকা এবং বিশ্বকাপজয়ী খেলোয়াড় লিওনেল মেসির ৩৭তম জন্মদিন। ১৯৮৭ সালে ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম গ্রহণ করেন তিনি।

সবাই তাকে লিওনেল মেসি নামে জানলেও তার পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচেত্তিনি। মাত্র ১০ বছর বয়সে তিনি হরমোনজনিত সমস্যা ধরা পড়ে মেসির। ফলে উচ্চতায় পিছিয়ে পড়েন মেসি। তবে তিনি সব বাধা অতিক্রম করে ২০০০ সালে যোগ দেন প্রিয় ক্লাব বার্সেলোনায়।

তখন থেকেই শুরু। এরপর অসংখ্যবার তার বাঁ পায়ের জাদু মুগ্ধ করেছেন অগণিত ভক্ত সমর্থকদের। নিজ দেশ আর্জেন্টিনার হয়ে প্রথম বিশ্বকাপ খেলেছেন ২০০৬ সালে। এরপর ২০১০, ২০১৪, ২০১৮ কোনোবারই যেন বিশ্বকাপটা ধারা দিচ্ছিল না মেসির জালে। কোপা আমেরিকাতেও ছিল একই দশা।

তবে সকল অপেক্ষার অবসান হয়ে ঠিকই মেসির হাতে উঠেছে ফুটবল বিশ্বের সর্বোচ্চ শিরোপা সেই বহুল আকক্ষিত বিশ্বকাপ। ২০২২ সালে অবশেষে মেসির হাতে উঠল বিশ্বকাপের ট্রফি। সেই ট্রফি নিয়ে দেশে ফিরলেন এই তারকা। তাও আবার ৩৬ বছর পর। শুধু তাই নয়, ২০২১ সালের কোপা আমেরিকার কাপটিও উঠেছে মেসিদের হাতে। ক্লাব কিংবা নিজ দেশ সবখানেই নিজের খেলার জাদু দিয়ে মাতিয়েছেন এ ফুটবলের জাদুকর।

জেপি/নি-২৪/প