ভারতের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রথমেই আত্মসমর্পণ করেনি বাংলাদেশের ব্যাটাররা। নিয়মিত উইকেট পড়লেও তারা রীতিমতো ভয়ডরহীন ক্রিকেট খেলে গেছেন শেষ পর্যন্ত। তবে ১৪৬ রানের বেশি সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনি। যার ফলে ৫০ রানের বড় হারের মুখ দেখতে হলো নাজমুল হোসেন শান্তদের। এতে করে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত। যাও একটু সুযোগ আছে তা শুধু মাত্র কাগজে কলমে। শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারানে তারপরও পর সেমিফাইনালে যেতে টাইগারদের নির্ভর করতে হতে অনেক যদি কিন্তু ওপর।
এদিন ভারতের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে দলটির দুর্দান্ত বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেনি বাংলাদেশের ব্যাটাররা। নিয়মিত উইকেট পড়লেও তারা রীতিমতো ভয়ডরহীন ক্রিকেট খেলে গেছেন শেষ পর্যন্ত। তবে ১৪৬ রানের বেশি সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনি।
টাইগারদের হয়ে অধিনায়ক শান্ত সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া তানজিদ তামিম ২৯ ও রিশাদ হোসেন ২৪ রান করেন।।
ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব ১৯ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া জসপ্রীত বুমরাহ ১৩ রানে দুটি উইকেট নেন। দুই উইকেট পেয়েছেন আশর্শদীপ সিংও, তবে তিনি ৩০ রান দিয়েছেন।
দলের হয়ে মহামূল্যবান ৫০ রান এবং একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করায় হার্দিক পান্ডিয়ার হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
পরপর দুই ম্যাচে জিতে সুপার এইটের গ্রুপ ১ থেকে প্রথম দল হিসেবে সেমির জায়গা মোটামুটি পাকাপোক্ত করে ফেলল ভারত।
জেপি/নি-২৩/প