সিলেটে ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সরকারি হিসাব মতে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত তাদের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখের মতো। তবে স্থানীয়রা বলছে, পানি বন্দি মানুষের সংখ্যা ১০ লাখেরও বেশি।
এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, মঙ্গলবার পর্যন্ত জেলার ১ হাজার ৩২৩ টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে ৬ লাখ ৭৫ হাজার মানুষ বন্যা আশ্রয় নিয়েছেন। তবে আজ এ সংখ্যা দ্বিগুণ হতে পারে। এদিকে মহানগর ৮০টি আশ্রয় কেন্দ্রে আরও কয়েক হাজার বাসিন্দা আশ্রয় নিয়েছেন।
এদিকে পানিবন্দি মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর কার্যক্রম শুরু হয়েছে।নৌকায় করে পাঠানো হচ্ছে সামগ্রী। যোগাযোগ বিচ্ছিন্ন অনেক গ্রাম ও আশ্রয় কেন্দ্রের মানুষ ত্রাণ সাহায্য নিচ্ছেন ৩৩৩ ও ৯৯৯ জরুরি নম্বরে কল করে।
জাতীয় এ সেবা নাম্বারে কলেরভিত্তিক উপজেলা প্রশাসনের উদ্যোগে খাবার পাঠানো হচ্ছে। সেই সাথে পাঠানো হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
জেপি/নি-১৯/প