স্কটল্যান্ডের জালে রীতিমতো গোল উৎসেব মেতে ইউরোতে ধামাকা শুরু করলো স্বাগতিক দেশ জার্মানি। শুক্রবার রাতে এ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের ৫-১ গোলের বন্যায় ভাসিয়েছে জার্মানরা।
ঘরের মাঠে স্কটিশদের বিপক্ষে ১০ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দেন ফ্লোরিয়াস রিটজ। ৯ মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। ৪৫ মিনিটে ডি বক্সে ফাউল করে বসেন স্কটল্যান্ডের বায়ান। পেনাল্টি পেয়ে যায় জার্মানি। সুযোগ কাজে লাগান কাই হাভার্টজ। ব্যবধান করেন ৩-০। প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে।
বিরতির পরও নিজেদের একক আধিপত্য বজায় রাখে জার্মানি। ৬৮ মিনিটে দেলের হয়ে চতুর্থ গোলটি করেন ফুলক্রুগ। তবে ৮৭ মিনিটে ভুল করে বসেনস অ্যান্টোনিও রুডিগার। আত্মঘাতী হেডে নিজেদের জালেই বল পাঠান তিনি। ফলে স্কটিশরা পায় ১ টি গোল। ব্যবধান গিয়ে দাঁড়ায় ৪-১ গোলে। তবে যোগ করা অতিরিক্ত সময়ে ফের স্কটিশদের জালে আঘাতে হানে জার্মানি। দলের হয়ে পঞ্চম গোলটি করেন। এমরে ক্যান।
৫-১ গোলে স্কটল্যান্ডের বিপক্ষে জয় জার্মাদের ইউরোপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় জয়। এর আগে ১৩ বার অংশ নিয়ে ৫৩ ম্যাচ খেললেও কখনও এক ম্যাচে ৫ গোলের কীর্তি করতে পারে নি চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
জেপি/নি-১৫/প