টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি-এর ৭ নম্বর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল নেপাল। নেপালকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয় ডাচরা। জবাবে ৬ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখে জয় পায়। নেপালকে হারিয়ে শুভ সূচনা করে নেদারল্যান্ডস।
নেপালের হারের পেছরে বেশ কয়েকটি কারণ ছিল। তাদের ফিল্ডাররা ক্যাচ ড্রপ আর রান আউট মিসের মহড়া না করলে ম্যাচটি অন্যরকম হতে পারতো।
এ ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেপাল।
দলটি পক্ষে অনেকটা একই লড়াই করেছেন অধিনায়ক রোহিত পোডেল। তিনি খুব মারমুখী হতে পারেননি। ৩৭ বলে ৩৫ রান করেন তিনি।
শেষের দিকে নেমে দুই ব্যাটার অল্প কিছু রান করেন। গুলশান ঝাঁ ১৫ ১৪ ও কারান কেসি ১২ বলে দুই ছক্কা করেন ১৭ রানে। এই তিনি জনই কবলে দুই অঙ্কের রান ছুতে পরেছেন। তিন নম্বরে খেলতে নেমে ১২ বলে ১১ রান করেছেন আনিল শাহ। ডাচদের হয়ে তিন উইকেট করে নেন টিম প্রিঙ্গেল ও লুগান ভ্যান ভিক।
রান তাড়ায় নামা নেদারল্যান্ডসকে শুরুতে কিছুটা চেপে ধরে নেপাল। তাদের আক্রমণাত্মক মনোভাব দেখা যায় ফিল্ডিংয়েও। তাতে কিছুটা বাড়তি উৎসাহ মেলে সম্পাল কামাই যখন ওপেনার মিচেল লেভিটকে ফেরান।
তবে ম্যাক্স ও ডাউডের সঙ্গে ৪৩ বলে ৩০ রানের জুটিতে ওই পরিস্থিতি সামলে নেন বিক্রমজিৎ সিং। ২৮ বলে ২২ রান করে বিক্রমজিৎ সাজঘরে ফিরলেও শেষ অবধি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাক্স। ৪ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করেন তিনি ।
জেপি/নি-৫/প