শেষ মেষ ইতি ঘটল সব নাটকীয়তার। আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে। সেই ২০১৮ সাল থেকে চলে আসছির এই গুঞ্জন। তবে প্রতি মৌসুমেই আলোচনা জোয়ার উঠলেও পিএসজিতেই থেকে গিয়েছিলেন তিনি। অবশেষে নিজের স্বপ্নের ক্লাবে নাম লেখালেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদ অফিসিয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, পাঁচ বছরে জন্য তারা চুক্তি সাক্ষর সেরেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছেন, এমবাপে ফ্রি ট্রান্সফারে মাদ্রিদে যোগ দিয়েছেন। ৩০ জুন পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে।পরদিন লা লিগা ট্রান্সফার উইন্ডো খুলেন সান্তিয়াগো বার্নাব্যুতে চলে যাবেন তিনি।
এর আগে,গত ফ্রেবুয়ারিতে রিয়ালে যেতে সম্মত হন এমবাপে। তারপরে মে মাসে ঘোষণা করেন যে তিনি মৌসুমে শেষে পিএসজি ছেড়ে দেবেন। এমবাপে প্রতি মৌসুমে ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০২৯ সাল অর্থাৎ ৫ বছর পর্যন্ত রিয়াল মাদ্রিদ সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন। এছাড়াও সাইনইন বোনাস হিসেবে পাঁচ বছরের মধ্যে ১৫০ মিলিয়ন ইউরো পারেন।
২০১৭ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপে। পরে মৌসুমে তাকে পাকাপাকি করে নেয় প্যারিসিয়ানরা। তার হাত ধরেই সাফল্য লাভ করেছে পিএসজি। ছয়টি ফরাসি লিগ মৌসুমে প্রচুর দলীয় ব্যক্তিগত সাফল্য উপভোগ করেছেন তিনি। পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। ৬টি লিগ ওয়ানে এমবাপে জিতিয়েছেন ১৫টি শিরোপা।
জেপি/নি-৪/প