প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের আওয়ামী লীগের ৪৮ আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশী ১৫৫৩ জন। এ সংখ্যাই প্রমাণ করে যে নারী জাগরণ ঘটেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনের জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন তা ব্যর্থ হতে পারে না। সে আদর্শে দেশে ফিরে আসা। কবরের মাটি ছুঁয়ে শপথ নিয়ে ছিলাম এ স্বাধীনতা ব্যর্থ হতে দেবো না। তাই করেছি তবে এ চলার পথ সহজ ছিল না। জেল-জুলুম সব সহ্য করে ক্ষমতায় এসেছি। জীবনের হুমকি ছিল বারবার। লক্ষ্য ছিল যুদ্ধ জয় করে বিজয় অর্জন করা এ দেশকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার তা অর্জন করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, মেয়েরা খেলতে পাবেনা, ব্যবসা করতে পাবেনা-ইসলাম ধর্মে এমন বলা নেই। সাহস করে বিবি খাদিজা এগিয়ে এসেছেন। তিনি ব্যবসা করতেন।

এসময় মনোনয়নপ্রত্যাশীদের তিনি বলেন, কাউকে পেছনে নয় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। ১৫৫৩ জন নারী মনোনয়নপ্রত্যাশী প্রমাণ করে যে নারী জাগরণ ঘটেছে। তবে এত মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ৪৮ জনকে বেছে নেওয়া খুব কঠিন কজ।

জেপি/নি-১৪/প