পদ্মা সেতুতে টোল আদায়ের দৈনিক গড় আয় ২ কোটি ১৮ লাখ টাকা। সেতু উদ্বোধনের পর গত ১৯ মাসে আয় হয়েছে ১ হাজার ২৭০ কোটি ৮১ লাখ টাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ৭ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নূরন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির গর্ব ও ক্ষমতার প্রতি পদ্মা বহুমুখী সেতু। পদ্মা নদীর ওপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮ দশমিক ১০ মিটার প্রস্থ বিশিষ্ট বাংলাদেশে নির্মিত সবচেয়ে দীর্ঘতম সেতু । যা ২০২২ সালের ২৫ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং একই বছর ২৬ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
সরকার প্রধান আরো বলেন, পদ্মা সেতু দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে। ১৯ টি জেলার সাথে ঢাকা সহ পূর্বাঞ্চলের নিবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হয়েছে। এছাড়া বছরের প্রায় ১.৪ শতাংশ কর্মসংস্থান ঘটেছে। সেতু নির্মাণের ফলে সারা দেশে ৮৪ শতাংশ দারিদ্রতার হ্রাস পেয়েছে। জিডিপির প্রবৃদ্ধি সামগ্রিকভাবে জিডিপি বেড়েছে ১.২৩ শতাংশ।
তিনি আরো বলেন, এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থ ও সামাজিক জীবনচিত্র পাল্টে গিয়ে ব্যাপক কর্মচঞ্চলতা সৃষ্টি হয়েছে ।
জেপি/নি-৭/প