নির্বাচিত হলে ২০৪১ সালের মধ্যে দারিদ্রমুক্ত বাংলাদেশে গড়ে তুলবো

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আ. লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ ।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে তিনি এ কথা বলেন।

আ. লীগ সভাপতি বলেন, আসন্ন নির্বাচনে সামনে রেখে আবারও আ. লীগ নির্বাচনী ইশতেহার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অতীতের ধারাবাহিকতায় এবারও আমরা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে একটি বাস্তবায়নযোগ্য নির্বাচনী ইশতেহার তৈরি করেছি। এর আগের নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলাম তা সফল ভাবে বাস্তবায়ন করেছি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ থিমে ‘উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান স্লোগানে দলীয় ইশতেহার ঘোষণা করেন।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মোট ১১টি বিষয়ের উপর অগ্রাধিকার দেওয়া কথা বলা হয়েছে। সেগুলো হলো : দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতা মধ্যে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া, কর্ম উপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা যান্ত্রিক ও প্রক্রিয়াজাতকরণের বিনিয়োগ বৃদ্ধি,  দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার  ঘটানো, ব্যাংক সহ আর্থিক ক্ষেত্রে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্য সেবা সুলভ করা, সার্বজনীন পেনশন ব্যবস্থা সবাইকে যুক্ত করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ রোধ করা, সর্বস্তরের গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো। 

জেপি/নি-২৭/প