অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পরিবর্তন এনেছে মার্কিন টেক জায়েন্ট গুগল। এখন থেকে আর হোম স্ক্রিনে  অ্যাপ আইকন লক প্রেস করে নোটিফিকেশন প্রিভিউ করা যাবে না। এর আগে ফোন আনলক না করেই নোটিফিকেশন দেখা যেত। কিন্তু এবার থেকে সেই সুযোগ থাকছে না।

এর আগে লক স্ক্রিনে লং প্রেস করে অ্যাপের নোটিফিকেশন দেখা যেত। ব্যবহারকারীরা চাইলে  নোটিফিকেশন খুলতে পারত চাইলে বাতিল করতে পারত।

জানা গেছে, অ্যান্ড্রয়েড ১৪ কোন ব্যবহারকারী যখন আইকন দীর্ঘক্ষণ ব্যবহার করে। তখন অ্যাপের তথ্য, পজ অ্যাপ এবং উইন্ডোজ সহ শর্টকাট অ্যাপস দেখতে পারবেন। এই মেনুতে আন নোটিফিকেশন পাওয়া যাবে না যাবে নোটিফিকেশন পাওয়ার পরিবর্তে গুগল তিনটি শর্টকাটের জন্য একটি পৃথক তালিকা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এতদিন অ্যান্ড্রয়েড ১৪ তে লং পেস ফিচার চালু ছিল। এ সকল সরিয়ে দিয়ে অ্যান্ড্রয়েড ১৪ সকল ধরনের সামঞ্জস্যপূর্ণ একটি ব্যবস্থা তৈরি করতে চাইছে। যা হবে ইউজার ফ্রেন্ডলি।

জেপি/নি-৫/প