শীত আসলেই শুরু হয় ঠোঁট ফাটার সমস্যা। অনেক সময় এটি অনেক বেশি হয়ে থাকে। তাই শুরু থেকেই এর যত্ন নিতে হবে। কারণ ঠোঁটের যত্ন নিলে আপনার ঠোঁট হতে কোমল ও গোলাপি।

আজ চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঠোঁট ফাটা রোধ করবেন:

  • আমাদের বেশির ভাগ মানুষই ঠোঁট ফেটে যাওয়ার পর পেট্রোলিয়ম জেলি লাগান। এতে খুব একটা কাজ হয় না। এর থেকে ঠোঁট ফাটার আগেই পেট্রোলিয়ম জেলি লাগান। এতে করে আপনার ঠোঁট সব সময় মোয়েশ্চারাইজ থাকে।
  • মেয়েরা বাইরে বের হওয়ার আগে লিপস্টিক ব্যবহার। কিন্তু বাড়ি ফিরে এসে সেটি আর তোলেন না। এটি উচিত হয়। তাই বাড়ি এসে রাসায়নিক দেওয়া লিপস্টিক তুলে ফেলতে হবে।
  • ঠোঁট ফাটার হাত থেকে বাঁচতে হলে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর্দ্রতা ধরে রাখতে হলে মৃত কোষ সরিয়ে ফেলাটা প্রয়োজন। চিনি গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে এক্সফোলিয়েট করতে পারেন। কাঠবাদামের সঙ্গে চিনি গুঁড়া মিশিয়েও এক্সফোলিয়েট করতে পারেন।
  • রাতে ঘুমানোর আগে ভিটামিন  ই বা শিয়া বাটার দেওয়া লিপ বাম লাগাতে পারেন। এতে আপনার ঠোঁটে আর্দ্র থাকবে।

জেপি/নি-১৭/প