আজ ১৯ বছর পর নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেবেন তিনি। সেই সাথে প্রায় ১৬ হাজার কোটি টাকার ১১ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বর্তমান সরকার প্রধান।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নরসিংদীতে র‌্যাব, পুলিশসহ বিভিন্ন বাহিনীর প্রায় ১০ হাজার সদস্যকে মোতায়ন করা হয়েছে। মোসলেহ উদ্দিন স্টেডিয়ামের আশেপাশে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা।

জানা গেছে, প্রধানমন্ত্রীর জনসভায়কে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে পুরো জেলায় । নরসিংদী জেলা প্রশাসক বলেছেন, প্রধানমন্ত্রীর আগমনের চিঠি পাওয়ার পরই সরকারি সব দপ্তরের সাথে আলোচনা করা হয়েছে। মঞ্চ ও হেলিপ্যাড তৈরি রাস্তাঘাটের সংস্কারসহ বিভিন্ন কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে।

জেপি/নি-১২/প