বাংলাদেশের সারা ফেলার পর এবার ভারতের ৫০৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর নির্মিত বায়োপিক 'মুজিব:একটি জাতির রূপকার।' বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসি এর গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
তিনি বলেছেন, ভারতের ১২টি প্রদেশের ৫০৩ টি হলে দেখা যাচ্ছে সিনেমাটি। ভারত-বাংলাদেশের যৌথ নির্মিত সিনেমাটিতে ব্যয় হয়েছে ৮৩ কোটি টাকা। ছবিটি নির্মাতা শ্যাম বেনেগাল।
এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুল নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
জেপি/নি-২৮/প্লাবন