logo
আপডেট : 28, October 2023 18:56
ভারতের ৫০৩টি হলে মুক্তি পেল 'মুজিব:একটি জাতির রূপকার'

ভারতের ৫০৩টি হলে মুক্তি পেল 'মুজিব:একটি জাতির রূপকার'

বাংলাদেশের সারা ফেলার পর এবার ভারতের ৫০৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর নির্মিত বায়োপিক 'মুজিব:একটি জাতির রূপকার।' বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসি এর গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

তিনি বলেছেন, ভারতের ১২টি প্রদেশের ৫০৩ টি হলে দেখা যাচ্ছে সিনেমাটি। ভারত-বাংলাদেশের যৌথ নির্মিত সিনেমাটিতে ব্যয় হয়েছে ৮৩ কোটি টাকা। ছবিটি নির্মাতা শ্যাম বেনেগাল।

এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুল নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন ইমরোজ তিশা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

জেপি/নি-২৮/প্লাবন