বাংলাদেশর সিনেমা ‘বলী‘ দ্য রেসলার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্ট বিভাগে পুরস্কার জিতেছে। আজ শুক্রবার এই উৎসবের শেষ দিনে এ পুরস্কারের ঘোষণা করা হয়।
নিউ কারেন্ট বিভাগে প্রথম কোনো বাংলাদেশি সিনেমা পুরস্কার জিতল। উৎসবের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলোর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এ বিভাগে পুরস্কারপ্রাপ্ত একটি জাপানি সিনেমাও আছে সেটির নাম ‘মোরি তাতসুয়া’। পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩০ হাজার ডলার।
সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসেন চৌধুরি। প্রযোজনা করেছেন পিপলু আর খান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে মনে করা হয়। এ বছর ছিল উৎসবের ২৮তম আসর। এ উৎসবে বলী ছাড়াও বাংলাদেশি আরও দুটি সিনেমা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ‘বলী‘ দ্য রেসলার সিনেমাটিতে নাসির উদ্দিন খান জেলের চরিত্র অভিনয় করেছেন।
জেপি/নি-১৩/প্লাবন