অক্টোবরে মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর তৈরি হওয়া সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।

আগামী ১৩ অক্টোবর দেশে মুক্তি পাবে সিনেমাটি। তবে ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। ভারতে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এনএফডিসি)।

আজ রাজধানী ঢাকার একটি হোটেলে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। সেখানেই ছবিটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বঙ্গবন্ধুর জীবনীর ওপর তৈরি হওয়া সিনেমাটি ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেছা মুজিবের চরিত্র অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

আরও অভিনয় করেছেন, রিয়াজ আহমেদ, চঞ্চল চৌধুরি, জায়েদ খান, সিয়াম আহমেদ, ফেরদৌস আহমেদ, দীঘি, মিশা সওদাগর সহ দেশের অনেক নাম করা অভিনেতা অভিনেত্রী।

জেপি/নি-১/প্লাবন