বিনোদন ডেস্কঃ পৃথিবীতে সবচেয়ে মধুরতম শব্দ হচ্ছে ‘মা’। এই মাকে কতভাবেই না কস্ট দেন সন্তানরা।কিন্তু মা সে সন্তানের এতটুকু কষ্ট সহ্য করতে পারে না।সবাই যখন ছেড়ে যায় তখনো মা সন্তানকে আঁকড়ে রাখেন। মাকে নামতে হয় জীবন সংগ্রামে।

এমনই এক সংগ্রামী মায়ের গল্প নিয়ে রচিত হয়েছে নাটক ‘মায়ের সংগ্রাম’। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর।

আগামী ২৫ সেপ্টেম্বর নাটকটি দেখা যাবে জয় পাগল মাল্টিমিডিয়া (Joy Pagol Multimedia )ইউটিউব চ্যানেলে।

মায়ের সংগ্রাম নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জয় সরকার। প্রযোজনা করেছে জয় পাগল মাল্টিমিডিয়া। এতে অভিনয় করেছেন ডলি জহুর, মোহাম্মদ আলী মুরতজা পলাশ,ফারুক আহমেদ, মানসী প্রকৃতি,তন্ময় সোহেল, শাহেদ খন্দকারসহ আরো অনেকে।

জেপি/নি-২০/ডেস্ক/বিএম।