ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন। তার স্ত্রী মারা যাওয়ার এক দিন পরই অন্ততলোকে পারি জমালেন এই জনপ্রিয় নির্মাতা। তারা স্ত্রী ও তার ইচ্ছা ছিল মৃত্যুর পর তাদের যেন পাশাপাশি দাফন করা হয় ।
তাই তাদরে ইচ্ছা অনুযায়ী আজ সকাল ৯ টায় টাঙ্গাইল সদরের পুরাতন ব্যাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা নামাজ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তার স্ত্রী কবরের পাশেই তাকে কবর দেওয়া হয় ।
সোহানুর রহমান সোহান ছিলেন একজন সফল নির্মাতা। তার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন অনেকেই। ঢাকাই এই নির্মাতাকে তারকা গড়ার কারিগর ও বলা হয়ে থাকে।
তিনি সহকারী পরিচালক হিসেবে (১৯৭৭-১৯৮৮) সাল পর্যন্ত কাজ করেছেন বিভিন্ন সিনেমায় । প্রধান নির্মাতা হিসেবে তিনি কাজ শুরু করেনে ১৯৮৮ সালে। তবে তিনি সফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত।’ তার পরিচালিত এই সিনেমায় আত্মপ্রকাশ করে বিশেষ খ্যাতি অর্জন করেন প্রয়াত নায়ক সালমান সাহ্ ও নায়িকা মৌসুমী।
পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরেই ঢাকাই সিনেমায় আত্মপ্রকাশ করেন সাকিব খান। তার মৃত্যুতে শাকিব খান বলেছেন, ‘আমার শাকিব খান নাম সোহান ভাইয়েরই দেওয়া।’
সোহানুর রহমান সোহান অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো: স্বজন, কোটি টাকার প্রেম, সে আমার মন কেড়েছে, অন্তর ভালোবাসা ইত্যাদি।
জেপি/নি-১৪/প্লাবন