বাংলাদেশ সফরে আজ রোববার সন্ধায় ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ঢাকায় এসেই তিনি যাবেন ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাসায়। রাহুল আনন্দের নিজস্ব স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে ফরাসি এই শীর্ষ নেতার।
জানা গেছে, আজ রাত ১০ টায় রাহুল আনন্দের স্টুডিওতে যাবেন তিনি। পেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে দেশে সফরে যান সেই দেশের সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের সাথে দেখা করেন তিনি।
আজ সন্ধ্যার দিকে ঢাকায় আসবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানাবেন। রাতেই ঢাকার একটি হোটেলে নৈশ ভোজ আয়োজন করেছেন তিনি।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগমন উপলক্ষে রাহুল আনন্দে বলেছেন, ‘ফ্রান্সের মহামান্য প্রেসিডেন্ট আসার কথা আমার ঘরে। তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি। তিনি যদি আমাকে কোন গান শুনাতে বলেন , শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব।’
সোমবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সে দিন সকাল ৮টায় ধানমন্ডি লেকে হাঁটবেন। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ সেরে ওই দিনই নিজ দেশে ফিরবেন তিনি।
জেপি/নি-১০/প্লাবন