বাংলাদেশের বাজারে ৩৫০ সিসির বাইক ছাড়ার অনুমোদন দিয়েছে সরকার। এই ঘোষনার পর থেকেই আনন্দের জোয়ার বইছে বাইকপ্রেমীদের মধ্যে।

এর আগে দেশে বাজারে সর্বোচ্চ ১৬৫ সিসির অনুমোদন দিয়েছিল সরকার। কিন্তু গতকাল বৃহ্তিবার ( ৭ সেপ্টেম্বর) এ বিষয়ে চুডান্ত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ এ বিষয়ে বলেন, আগামী জুনে ৩৫০ সিসির রয়েল এনফিল্ড আনুষ্ঠানিক ভাবে বাজারে ছাড়বে। তিনি আরও বলেন,  রয়েল এনফিল্ড এর সাথে চুক্তির পর সিসির ক্ষমতা বাড়াতে সরকারকে রাজি করানোর চেষ্টা করছিল ইফাদ গ্রুপ। শিল্প মন্ত্রণালয় ২০২১ সালে প্রাথমিক অনুমোদন দিয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুড়ান্ত অনুমোদন দিয়েছে।

অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর চট্রগ্রামে রয়েল এনফিল্ড মোটর সাইকেল তৈরি করতে কারখানা স্থাপন করছে ইফাদ মটরস।

সরকার ৩৫০ সিসির অনুমোদন দেওয়াতে একদিকে যেমন আনন্দের জোয়ারে বইছে বাইকপ্রেমীরা। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও করেছে কিছু সংগঠন। তাদের দাবি বিদ্যমান নীতির সীমাবদ্ধতার অধীনে বর্তামান নির্মাতারা ৮ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন। তাই হঠাৎ করে এমন নীতি পরিবর্তন করলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

জেপি/নি-৮/প্লাবন