আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মসজিদ ধসে সাত মুসল্লি নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার ১১ আগষ্ট দুপুরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনা রাজ্যের জারিয়াতে এ দুর্ঘটনা ঘটে ।

জারিয়া এমিরেটস কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন, শহরের কেন্দ্রীয় মসজিদে শত শত বিশ্বস্ত লোক দুপুরের নামাজ আদায় করার সময় এ ঘটনা ঘটে। তিনি বলেন, "প্রাথমিকভাবে চারটি মৃতদেহ পাওয়া গেছে এবং তারপর উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদে তল্লাশি করার পর আরও তিনজনকে পাওয়া গেছে। সেখানের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা বলেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে প্রায়ই বিল্ডিং ধসে পড়ে । দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছে, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়। সূত্র: রয়টার্স 

জেপি/নি-১২/শরিফুল