চীনের হেবেই প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই ওই প্রদশে বৃষ্টির রেকর্ড ভেঙেছে। বিষটি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যম সিসিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ জনের মৃত্যু ও ৬ জয় নিখোঁজ রয়েছেন। গত মাসের শেষের দিকে বেইজিংয়ে বৃষ্টিপাতের কারণে ৩৩ জনের মৃত্যু হয়েছিল। যা সাম্প্রতিক সময়ে রাজধানী বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি হয়। এই বৃষ্টিপাতের ফলে সেখানকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। এর ফলে প্রায় ৫৯ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শহরের আশেপাশের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। ১৫ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। শহরটির ভাইস মেয়র জিয়া লিনমাও বলেছেন, শতাধিক রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের এই আকস্মিক বন্যা পরিস্তিতে আরও বেশ কয়েক জনের মৃত্যুর খরব পাওয়া গেছে।
জেপি/নি-১১/প্লাবন