কলকাতার ইডেন গার্ডেনে ইডেনের ড্রেসিং রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । সামনেই বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে কলকাতার ইডেন গার্ডেনে। তাই নতুন করে সাজানোর কাজ চলছে। সেই কাজের মাঝপথেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর: ইন্ডিয়া টুডে

বুধবার রাত ১১টা ৫০ দিকে ইডেনের ড্রেসিং রুমে এ অগ্নিকান্ড ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি। তারাই আগুন নিয়ন্ত্রণে আনে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

ইডেনের সংস্কারের কাজে যুক্ত শ্রমিকরা ড্রেসিং রুমের কাঠের ফলস সিলিং থেকে এই আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ইডেন কর্তৃপক্ষকে জানায়। এরই মধ্যে সিলিং এর আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আগে সেই অংশটি ভেঙে ফেলা হয়। 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগে থাকতে পারে। ইডেনের খবর পেয়ে সেখানে ছুটে যান বেঙ্গল ক্রিকেট বোর্ড (সিএবি)-র যুগ্ম সচিব দেবব্রত দাস। তিনি জানেন কাজে অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখা হবে। 

আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। সেমিফাইনালসহ বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ রয়েছে ইডেন গার্ডেনে। তার আগে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে ইডেনের সংস্কারের কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই আইসিসি ও বিসিসিআই'এর প্রতিনিধি দলের সদস্যরা ইডেন পরিদর্শন করে গেছেন। ইডেনের কাজে সন্তোষ প্রকাশ করেছেন।

 জেপি/নি-১০/এসএম