কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) এর গুলিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) এফবিআইয়ের অভিযানে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম ক্রেগ রবার্টসন। তিনি ইউটাহ অঙ্গরাজ্যের বাসিন্দা। ওই অঙ্গরাজ্যে বাইডেনের সফর করার কথা ছিল। তার সফরের কয়েক ঘন্টা আগেই এমন ঘটনা ঘটলো।
বাইডেন ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে অনলাইনে পোস্ট করেছিলেন তিনি। একারণে তার বাড়িতে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর চেষ্টা করেছিলেন এফবিআই এজেন্টরা।
অভিযানের দিন স্থানীয় সকাল ৬টা ১৫ মিনিটে সল্টলেক সিটি থেকে ৪০ মাইল দক্ষিণে প্রোভো শহরে রবার্টসনের বাড়িতে অভিযান চালায় এফবিআই। এই অভিযানেই নিহত হন রবার্টসন। তবে তার নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত জানায়নি এফবিআই।
অভিযোগে বলা হয়, নিহত রবার্টসন বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। তাতে বন্দুকের ছবি পোস্ট করে প্রেসিডেন্ট জো বাইডেন, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের পক্ষে কাজ করা ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেন তিনি।
জেপি/নি-৯/এমএইচ